১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ১০:৫৯ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানাচ্ছে, ইসলামিক বিশ্বে আগামী ২৮ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী, ১লা মার্চ থেকে শুরু হতে পারে রোজা। তবে চাঁদ দেখা সাপেক্ষে প্রত্যেক দেশ আলাদাভাবে রমজান শুরুর তারিখ ঘোষণা করবে।
এ সম্পর্কে গালফ নিউজের ১৩ ফেব্রুয়ারি তারিখের প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিম এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের দক্ষিণাঞ্চলে টেলিস্কোপের মাধ্যমে রমজানের অর্ধচন্দ্র দেখা যাবে, এবং আমেরিকার অনেক জায়গাতেই খালি চোখে চাঁদ দেখা সম্ভব।
রমজান মাস শুরু হওয়ার দিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী দিন সূর্যাস্তের পর চাঁদ দেখা সাপেক্ষে নেওয়া হবে, জানান আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ ওদেহ।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।