০৭ মার্চ ২০২৫ শুক্রবার, ০৩:১০ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক ২০২৩-২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ঘোষণা অনুসারে একজন বিনিয়োগকারী প্রতি শেয়ারের বিপরীতে ১০ পয়সা ক্যাশ ডিভিডেন্ড পাওয়ার কথা ছিল। কিন্তু সেই সামান্য ডিভিডেন্ডও শেয়ারহোল্ডারদের দিতে ব্যর্থ হয়েছে কোম্পানিটি। যার ফলে কোম্পানিটির শেয়ার এখন ‘জেড’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে।
চট্টগ্রাম বন্দরসংক্রান্ত সূত্রে জানা যায়, সাইফ পাওয়ারটেক ২০০৬ সালে বন্দরের গ্যান্ট্রি ক্রেন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বন্দরের ৪টি টার্মিনালের ১২টি জেটি পরিচালনা করছে। এর মধ্যে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটির ৬টি জেটির মাধ্যমে বন্দরের ৬৫ শতাংশ কনটেইনার ওঠানো-নামানো হয়।
২০২৩-২৪ অর্থবছরে ঘোষিত ১ শতাংশ ডিভিডেন্ড এখনও শেয়ারহোল্ডারদের দেওয়া হয়নি। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৭০ পয়সা এবং নগদ প্রবাহ ছিল এক টাকা ৮৮ পয়সা। তবুও শেয়ারহোল্ডাররা তাদের ন্যায্য পাওনা পেতে দেরির সম্মুখীন হচ্ছেন। গত ৩০ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভায় ক্যাশ ডিভিডেন্ড অনুমোদিত হওয়ার পরও এটি সময়মতো বিতরণ করা হয়নি।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুসারে, নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড বিতরণ না করায় কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারহোল্ডারদের মধ্যে ঘোষিত ডিভিডেন্ড বিতরণ না করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এর ফলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়ায় কোম্পানির শেয়ারের দাম কমছে এবং বিনিয়োগকারীদের লোকসান গুণতে হচ্ছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।