facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

১০২ বছর বয়সেও ভোট দিতে এলেন জরিনা


০৯ জুন ২০২৪ রবিবার, ১০:৩৯  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


১০২ বছর বয়সেও ভোট দিতে এলেন জরিনা

ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই সকাল ৯টায় এক সহযোগীর সাহায্যে লাঠি ভর করে ভোট কেন্দ্রে আসেন জরিনা বেগম (১০২) নামে এক বৃদ্ধা। পরে কেন্দ্রের বুথে ঢুকে জরিনা বেগম তার পছন্দের প্রার্থীদের ভোট দেন। বৃদ্ধা জরিনা বেগম ডৌয়াতলা ইউনিয়নের খুডাখালি গ্রামের মৃত্যু ওয়ারেচ আলীর স্ত্রী।

রোববার (৯ জুন) ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের ৩য় ধাপে বরগুনার পাথরঘাটা ও বামনা দু’টি উপজেলার মধ্যে কাকচিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এভাবেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বৃদ্ধা জরিনা বেগম।

ভোট দেওয়ার পর জরিনা বেগম ছোট স্বরে বলেন, তার ডৌয়াতলা ইউনিয়নের খুডাখালি গ্রামে বসবাস। জীবনে তিনি অনেক বার ভোট দিয়েছেন। এবারেও ১০২ বছর বয়সে তিনি টিপ সইয়ের মাধ্যমে ভোট দিয়েছেন। এরপর আল্লাহ বাঁচিয়ে রাখবে কি না তা তো আর জানা নেই! এমন হতে পারে এটাও জীবনের শেষ ভোট আমার।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: