facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

১২ অক্টোবর পবিত্র আশুরা


০২ অক্টোবর ২০১৬ রবিবার, ০৮:৪৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


১২ অক্টোবর পবিত্র আশুরা

বাংলাদেশের আকাশে রোববার পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার হিজরি নববর্ষ। এই দিন থেকে হিজরি ১৪৩৮ সাল গণনা শুরু হবে। এ হিসেবে আগামী ১০ মহররম অর্থাৎ ১২ অক্টোবর পবিত্র আশুরা পালিত হবে।

রোববার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনে কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়য়ের যুগ্ম সচিব হাফিজ উদ্দিন।

মহররম মাসের দশম দিবস মুসলমানদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, আল্লাহর নির্দেশে এ দিনে পৃথিবী সৃষ্টি হয়েছিল। এ দিনেই কেয়ামত হবে। পৃথিবী ধ্বংস হবে। ১০ মহররম প্রথম মানুষ হযরত আদমকে (আঃ) সৃষ্টি করা হয় বলে বিশ্বাস করেন মুসলমানরা। আরো অনেক ঘটনার কারণেই মুসলমানদের কাছে স্বরণীয় ১০ মহররম।
 
তবে আশুরা মুসলমানদের কাছে মূলত শোকের দিন। হিজরি ৬১ সালের এ দিনে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শাহাদাৎ বরণ করেন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রাঃ)। তৎকালীন শাসক ইয়াজিদের সৈন্য শিমার ইবনে জিলজুশান মুরাদি দৌহিত্র ইমাম হুসাইন (রাঃ) কণ্ঠদেশে ছুরি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে।

ঐতিহাসিক এ শোকাবহ ঘটনার স্মরণে প্রতিবছরের ১০ মহররম মুসলমানরা শোকের আবহে দিনটি পালন করে। শিয়া সম্প্রদায়ের মুসলমানরা মাতম ও তাজিয়ার মিছিলে আশুরা পালন করলেও, সুন্নি সম্প্রদায়ের মুসলমানরা আশুরার দিনে নফল রোজা রাখেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: