১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার, ০২:২৬ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
দেশের ১৩ হাজার ৬৬টি কোম্পানি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জানিয়ে রিটার্ন দাখিল করেছে, যার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৩ হাজার ১০০ কোটি টাকা কর্পোরেট কর সংগ্রহ করেছে। গত ১ জুলাই থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ হিসাব তৈরি করা হয়েছে।
বর্তমানে দেশে আড়াই লাখের বেশি নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে। প্রতি বছর গড়ে ৩৫-৪০ হাজার কোম্পানি রিটার্ন জমা দিলেও এবার এখন পর্যন্ত ১৩ হাজারের কিছু বেশি কোম্পানি রিটার্ন জমা দিয়েছে।
এনবিআর জানিয়েছে, চলতি অর্থবছরের জন্য কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় ১৬ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। সাধারণত ১ জুলাই থেকে ১৫ জানুয়ারির মধ্যে এই রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকে, তবে এবার দুই দফায় সময়সীমা বাড়ানো হয়েছে।
যদিও দেশে প্রচুরসংখ্যক কোম্পানি নিবন্ধিত রয়েছে, তবে বেশিরভাগ প্রতিষ্ঠানই বার্ষিক আয় বিবরণী বা রিটার্ন দাখিল করে না। ব্যক্তি করদাতাদের জন্য নির্দিষ্ট করমুক্ত আয়সীমা থাকলেও কোম্পানির ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। বরং, প্রতিষ্ঠানগুলোকে তাদের বার্ষিক মুনাফার ওপর নির্ধারিত হারে কর পরিশোধ করতে হয়।
২০২১ সালে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সে সময় প্রায় ৮০ হাজার কোম্পানি রিটার্ন জমা দিত না। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অনেক প্রতিষ্ঠান টিআইএন (করদাতা শনাক্তকরণ নম্বর) সংগ্রহ করলেও, রিটার্ন জমা দেওয়ার হার উল্লেখযোগ্যভাবে বাড়েনি।
এদিকে, ব্যক্তিশ্রেণির করদাতাদের মধ্যে এ বছর ৩৯ লাখ ৭৩ হাজার ৭৫৭ জন রিটার্ন দাখিল করেছেন। এনবিআরের তথ্যানুসারে, এ খাত থেকে কর সংগ্রহ হয়েছে মাত্র ৩ হাজার ১৪৪ কোটি টাকা।
করপোরেট করের সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তোলার জন্য এনবিআর বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তবে কর ফাঁকি রোধে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে অর্থনীতিবিদরা মনে করছেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।