facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৪ ডিসেম্বর বুধবার, ২০২৪

Walton

১৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে তিন ব্যাংক


৩০ নভেম্বর ২০২৪ শনিবার, ১১:০৯  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


১৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে তিন ব্যাংক

১৩০০ কোটি টাকার বন্ড ইস্যূর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ ব্যাংক। এগুলো হলো- ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটজ ইসলাম ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংখ। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।


ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক : ব্যাংকটি ফুল্লি রিডেম্বল নন-কনভাটেবল বন্ড ইস্যু করবে। এই বন্ডের নাম ‘এফএসআইবি চতুর্থ সাবঅর্ডিনেটেড বন্ড’।

বন্ডটি ইস্যু করার মাধ্যমে ব্যাংকটি শেয়ারবাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। টিয়ার-টু মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি।

সাত বছর মেয়াদী এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের মূল্য ১০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।

স্ট্যান্ডার্ড ব্যাংক : ব্যাংকটি ক নন-কনভাটেবল বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। বন্ডটির নাম হবে ‘স্ট্যান্ডার্ড ব্যঅঙক চতুর্থ সাবঅর্ডিনেটেড বন্ড’।

ব্যাংকটি নন-কনভাটেবল ফুল্লি রিডেম্বল আনসিকিউরড ফ্লোটিং রেট বন্ড ইস্যু করে শেয়ারবাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করবে।

সাত বছর মেয়াদী এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের মূল্য ৫ লাখ টাকা। টিয়ার-ওও মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।

ট্রাস্ট ব্যাংক পিএলসি : ব্যাংকটি আরও একটি সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। এই বন্ডের নাম টিবিএল সপ্তম সাব-অর্ডিনেটেড বন্ড।

বন্ডটি ইস্যু করার মাধ্যমে ব্যাংকটি শেয়ারবাজার থেকে ৪৫০ কোটি টাকা সংগ্রহ করবে। টিয়ার-টু মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।

আলোচিত বন্ডটি হবে ট্রাস্ট ব্যাংকের সপ্তম সাব-অর্ডিনেটেড বন্ড। এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর। মেয়াদ শেষে এর পূর্ণ অবসায়ন ঘটবে। বন্ডটি শেয়ারে রূপান্তর-অযোগ্য। অর্থাৎ এর কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না। এই বন্ডের বিপরীতে কোনো জামানত থাকবে না।

টিবিএল সপ্তম সাব-অর্ডিনেটেড বন্ডের ইউনিট সংখ্যা হবে ৯ হাজার। প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। বন্ডটির রিটার্নের ধরণ হবে ভাসমান। রেফারেন্স সুদের হারের সঙ্গে মার্জিন যোগ করে এর রিটার্নের হার নির্ধারণ করা হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: