facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪

Walton

১৪ মাস পর চোখ মেলেছেন কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়


০১ মে ২০২৪ বুধবার, ০১:২৬  পিএম

বিনোদন ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


১৪ মাস পর চোখ মেলেছেন কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়

১৪ মাস আগে কানাডায় সড়ক দুর্ঘটনায় মারাত্নকভাবে আহত হয়েছিলেন দেশের বরেণ্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে কুমার নিবিড়। এই দীর্ঘ সময় সেখানেই চিকিৎসা চলছে তার। চোখ মেলে তাকাতে পারছিলেন না। কথাও বলতে পারেন না। অবস্থা এতটাই মারাত্নক নিবিড়ের। ১৪ মাস ধরেই এমন অবস্থা চলেছে।

তবে নতুন খবর হচ্ছে, এতদিন হাসপাতালের বিছানায় শুয়ে থাকা নিবিড়কে এখন চেয়ারে বসানো যাচ্ছে। চোখ মেলেছেন, সবাইকে দেখছেনও। এমনটাই জানালেন কুমার বিশ্বজিৎ। ১৪ মাস ধরে কুমার বিশ্বজিৎ স্ত্রীসহ অবস্থান করছেন কানাডার টরন্টোয়।

সেখানে সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন তার একমাত্র সন্তান কুমার নিবিড়। গত বছরের ১৪ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন নিবিড়। এরপর থেকেই সেই হাসপাতালেই রয়েছেন। এই সময়ে কোনো গান করেননি কুমার বিশ্বজিৎ। ছায়ার মতো ছিলেন ছেলের সঙ্গে।

এদিকে ১৮ এপ্রিল সপ্তাহ তিনেকের জন্য ঢাকায় এসেছেন এ শিল্পী। কুমার বিশ্বজিৎ বলেন, নিবিড়ের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তবে পুরো সুস্থ কবে নাগাদ হবে তা বলা মুশকিল। আমি কানাডায় যাওয়ার পর হাসপাতাল থেকে ওকে রিহ্যাবে নেওয়া হবে। রিহ্যাবে নেওয়ার পর ফিজিওথেরাপি, স্পিচথেরাপি, স্টিমিউলেটেড থেরাপি চলবে। এসব থেরাপি হাসপাতালে ওইভাবে হয় না। রিহ্যাবের সময়টাও দীর্ঘ। তাই ওটা শুরুর আগে দেশের কিছু কাজ গুছিয়ে নিতে এসেছি। আমরা এখন ওর মুখে বাবা-মা ডাক শোনার জন্য অপেক্ষা করছি। সবাই দোয়া করবেন যেন সেটা দ্রুত হয়। আর নিবিড় যেন পুরোপুরি সুস্থ হয়ে উঠে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: