১১ এপ্রিল ২০২৩ মঙ্গলবার, ১০:৫৬ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
তেজগাঁও-গুলশান লিংক রোডে আলোকি কনভেনশন সেন্টারে আগামী ১৪-১৫ এপ্রিল ‘তারা উদ্যোক্তা মেলা’ আয়োজন করছে ব্র্যাক ব্যাংক। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
আগামী শুক্রবার ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের মেলা উদ্বোধন করবেন। এ সময় ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হোসেন উপস্থিত থাকবেন। এই মেলার উদ্দেশ্য– দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে যেসব নারী উদ্যোক্তা দেশীয় পণ্য তৈরি করছেন, তাদের পণ্য পরিচিতি বাড়ানো ও বাজার সৃষ্টিতে সহায়তা করা।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হোসেন বলেন, ‘সমৃদ্ধির পার্টনার হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় নারী উদ্যোক্তাদের পূর্ণ সম্ভাবনা বিকাশে সহায়তা করে আসছে। এই মেলার আয়োজন দেশের নারী উদ্যোক্তাদের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।’
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।