facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

সমাবেশে হামলা

১৫ নভেম্বর সারাদেশে প্রতিবাদ সভার ডাক নাট্যকর্মীদের


০৯ নভেম্বর ২০২৪ শনিবার, ১০:০৮  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


১৫ নভেম্বর সারাদেশে প্রতিবাদ সভার ডাক নাট্যকর্মীদের

সম্প্রতি ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সামনে প্রতিবাদ সমাবেশ করে গ্রুপ থিয়েটার ফেডারেশান। সমাবেশ চলাকালে নাট্যকার, নির্দেশক, সংগঠক মামুনুর রশীদের বক্তব্যের সময় কিছু লোক ডিম ছুড়ে মারেন বলে নাট্যকর্মীরা জানিয়েছেন। পরে নাট্যকর্মীরা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে ১৫ নভেম্বর সারাদেশে প্রতিবাদ সভার ডাক দিয়েছেন নাট্যকর্মীরা।

তারা জানান, সমাবেশের শেষের দিকে নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদ বক্তব্য দেয়ার সময় আক্রমণের ঘটনা ঘটে। এ সময় মঞ্চ থেকেই মামুনুর রশীদ বলেন, ‘যারা এই ন্যক্কারজনক কাজটি করলেন, তারা কেন পালিয়ে গেলেন? আপনারা আসুন। আমরা নাটক করব।’ নিরাপত্তাবাহিনীর সদস্যের সামনেই এই ঘটনা ঘটেছে জানিয়ে তিনি বলেন, ‘তাহলে তারা কী নিরাপত্তা দিয়েছে আমাদের! এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

মামুনুর রশীদ আরও বলেন, ‘একটি দেশে নাটক, গান, চিত্রকলা বন্ধ হলে কী থাকে! একটি চক্র দেশকে সেদিকে নিয়ে যেতে পারে। নাট্যকর্মীদের এসব প্রতিরোধ করতে হবে।’ ডিম ছুড়ে মারার ঘণ্টাখানেকের মধ্যে একদল লোক এসে নাট্যকর্মীদের ধাওয়া দেন। ধাওয়াকারীরা ‘ভারতের দালাল’, ‘ছাত্রখুনি’ বলে স্লোগান দিতে থাকেন। এ সময় তারা সমাবেশের ব্যানার খুলে ফেলতে বলেন এবং শিল্পকলার ভেতরে চলা নাটকের প্রদর্শনী বন্ধ করতে বলেন বলে জানান গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ।

এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাট্যকার মাসুম রেজা বলেন, ‘কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে এসে হামলা করে পালিয়ে গেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। যারা এটি করেছে, তাদের গ্রেপ্তার করতে হবে। এদের ভয়ে নাটক বন্ধ হবে না। আমরা প্রতিদিন নাটক করব। এখানে পুলিশ ছিল, তারা কাউকে কেন আটক করতে পারলেন না? যারা এসেছিল, তারা কয়েকজন। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।’

গ্রুপ থিয়েটার ফেডারেশানের প্রেসিডিয়াম সদস্য অনন্ত হীরা বলেন, ‘আমরা সারাদেশে প্রতিবাদ কর্মসূচি করব। আমাদের সমাবেশের শেষভাগে এসে কয়েকজন দুর্বৃত্ত এই কাজটি করেছে।’ ঘটনার পর সমাবেশ মঞ্চ থেকেই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ। তিনি বলেন, ‘আমরা আগামী সাত দিন সব সাংস্কৃতিক আয়োজনে কালোব্যাজ ধারণ করব।’

সমাবেশে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম বলেন, ‘দেশের থিয়েটারগুলো যেন নিজেদের কাজ চালিয়ে যেতে পারে, এ ব্যাপারে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার সঙ্গে কথা বলা প্রয়োজন।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

জাতীয় -এর সর্বশেষ