১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার, ০১:১৮ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
লটারির তারিখ নির্ধারণ, মাউশির বিজ্ঞপ্তি প্রকাশ
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকাল ১০টায় এই ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) আজ মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এ বছর গত ১২ নভেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে যে, ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য শুধুমাত্র ডিজিটাল লটারির মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করা হবে, অন্য কোনো পদ্ধতিতে ভর্তির সুযোগ নেই। এবারের আবেদন ফি ছিল ১১০ টাকা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।