০৪ এপ্রিল ২০২৩ মঙ্গলবার, ০৯:৩৬ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
দেশের নারী উদ্যোক্তাদের অনলাইন ব্যবসার প্রচারে `ঈদ ফিয়েস্তা অনলাইন` নামে একটি অনলাইন মেলার আয়োজন করেছে ডিজায়ার। এ মেলায় ২০ জন নারী উদ্যোক্তা অংশ নিচ্ছেন।
৩ এপ্রিল সোমবার থেকে শুরু হওয়া মেলা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় অংশগ্রহণকারীরা সবাই নারী। বিশ্বাসযোগ্যতার সঙ্গে ক্রেতার হাতে তার পছন্দের পণ্যটি পৌঁছে দেওয়াই এই মেলার উদ্দেশ্য।
এ ছাড়া মেলায় প্রদর্শিত পণ্যের ওপর বিশেষ ছাড়, কুপনসহ আকর্ষণীয় আরও অনেক অফার থাকছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।