facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৪

Walton

২০ লাখ টাকার লড়াই: জাতীয় লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন কে হবে?


২২ ডিসেম্বর ২০২৪ রবিবার, ০৯:১০  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


২০ লাখ টাকার লড়াই: জাতীয় লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন কে হবে?

প্রথমবারের মতো আয়োজিত জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি আসরের জমজমাট ফাইনাল মঙ্গলবার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ।

এনসিএল টি-টোয়েন্টিতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতার মতো অর্থের ছড়াছড়ি না থাকলেও আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ টাকা, আর রানার্সআপ দল পাবে ১০ লাখ টাকা।

এছাড়া আসরের সেরা খেলোয়াড় পাবেন ১ লাখ টাকা। সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেটশিকারি প্রত্যেককে দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।

রংপুরের আকবর আলির দল ইতোমধ্যে প্রথম কোয়ালিফায়ারে ঢাকা মেট্রোকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, মেট্রো দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে হারিয়ে ফাইনালে ফিরেছে।

মেট্রোর ওপেনার নাঈম শেখ ৩১৬ রান নিয়ে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে শীর্ষে। তবে উইকেট শিকারের লড়াইয়ে রংপুরের আলাউদ্দিন বাবু ও মেট্রোর রকিবুল হাসান জমিয়ে তুলেছেন প্রতিযোগিতা।

বিপিএলের প্রস্তুতি হিসেবে আয়োজিত এই টুর্নামেন্ট এখন দেশের ক্রিকেটপ্রেমীদের নজরে। এখন দেখার অপেক্ষা, কে হবে জাতীয় লিগ টি-টোয়েন্টির প্রথম চ্যাম্পিয়ন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ