facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

২০২৩-২৪ অর্থবছরে কুবির বাজেট ৬১ কোটি ২৯ লাখ ৬০ হাজার


১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার, ০৪:০৫  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


২০২৩-২৪ অর্থবছরে কুবির বাজেট ৬১ কোটি ২৯ লাখ ৬০ হাজার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৬১ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকার বাজেট পাস হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) অর্থ ও হিসাব দপ্তরের উপ পরিচালক মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। অর্থ ও হিসাব দপ্তরের তথ্যমতে, এই বছরের মূল বাজেট ৬১ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

যার মাঝে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ৫৫ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে দেওয়া হয়েছে ৪ কোটি ৯০ লক্ষ টাকা এবং ঘাটতি বাজেট রয়েছে ৭২ লক্ষ ৫০ হাজার টাকা।

২০২৩-২৪ বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ গুলো হলো বেতন ভাতা বাবদ ৩৯ কোটি ৮২ লক্ষ টাকা, পণ্য ও সেবা বাবদ ১৪ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা, গবেষণা বাবদ ২ কোটি টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা ৬ লক্ষ টাকা, পেনশন ও অবসর সুবিধা ৮ লক্ষ টাকা, মূলধন বাবদ ৪ কোটি ১৮ লক্ষ টাকা, অন্যান্য অনুদান বাবদ ১৬ লক্ষ টাকা।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে বাজেটের একটা বড় অংশ বেতন ভাতা এবং জ্বালানিতে খরচ হয়। নির্ধারিত বাজেটে যদি আগামী ছয় মাস পর রিভাইসে কোনো ঘাটতি মনে হয় আমরা সেটিকে বাড়াব।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: