facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৮ সেপ্টেম্বর রবিবার, ২০২৪

marcelbd

২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স পাঠানোয় শীর্ষে ঢাকা


০৭ জুলাই ২০২৪ রবিবার, ০৬:১৫  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স পাঠানোয় শীর্ষে ঢাকা

সদ্যবিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। এ ছাড়াও সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সদ্যবিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ২ হাজার ৩৯১ কোটি ৫৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগেই রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৬৬ কোটি ৯ লাখ ডলার। এর পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ।

২০২৩-২৪ অর্থবছরে চট্টগ্রামের প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৬৭৮ কেটি ৩৬ লাখ ডলার। এছাড়াও প্রবাসীরা সিলেট বিভাগে ২৫৪ কোটি ৩৩ লাখ ডলার, খুলনা বিভাগে ৯২ কোটি ৬৮ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৭৩ কোটি ১৬ লাখ ডলার, বরিশাল বিভাগে ৫৬ কোটি ১ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৪০ কোটি ৭৮ লাখ ডলার ও রংপুর বিভাগে ৩০ কোটি ৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

এদিকে সদ্যবিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৬৮ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৭১ কোটি ৮৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এছাড়াও বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২ হাজার ৪৩ কোটি ৬৫ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: