২৭ ডিসেম্বর ২০২৪ শুক্রবার, ১০:৩৭ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
২০২৪ সালে দেশি ওটিটি প্ল্যাটফর্মগুলোতে কেবল থ্রিলার নয়, রোমান্টিক, হরর ও ড্রামাধর্মী নানা গল্পের উপস্থাপনা দেখা গেছে। বছরজুড়ে সাহিত্যনির্ভর সিনেমা ও সিরিজও ছিল আলোচনায়।
(মুক্তির তারিখ অনুযায়ী)
ছোট পর্দার নির্মাতা কাজল আরেফিন অমি তাঁর ওয়েব ফিল্ম ‘অসময়’ দিয়ে শুরুতেই দর্শকদের মন কেড়ে নেন। সামাজিক বার্তা ও অভিনয়ের সমন্বয়ে এটি বছরজুড়ে ছিল আলোচনায়।
মোস্তফা সরয়ার ফারুকীর ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ ঈদের আগে মুক্তি পেয়ে ভিন্নধর্মী গল্প ও নির্মাণগুণে সাড়া ফেলে। চঞ্চল চৌধুরী ও সংগীতশিল্পী জেফার রহমানের অভিনয় ছিল নজরকাড়া।
(মুক্তির তারিখ অনুযায়ী)
থ্রিলারপ্রেমীদের জন্য ভিকি জাহেদের ‘আরারাত’ ও ‘চক্র’ ছিল উল্লেখযোগ্য। শিহাব শাহীনের ‘গোলাম মামুন’ দর্শকদের বুদ্ধিদীপ্ত গল্প উপহার দিয়েছে। একইসঙ্গে অনম বিশ্বাসের ‘রঙিলা কিতাব’ হাস্যরস ও রোমাঞ্চে সমৃদ্ধ একটি উপভোগ্য সিরিজ হয়ে ওঠে।
অভিনেতাদের মধ্যে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, অপূর্ব, এবং এফ এস নাঈম সেরা কাজ উপহার দিয়েছেন। অভিনেত্রীদের মধ্যে মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণের ওটিটিতে দুর্দান্ত বছর কাটলেও মাতৃত্বকালীন বিরতির পর পরীমনির প্রত্যাবর্তন ছিল স্মরণীয়।
২০২৪ সালের দেশি সিনেমা ও সিরিজগুলো দর্শকদের শুধু বিনোদনই দেয়নি, বরং গল্প বলার ভিন্নধর্মী উপায়ও উপস্থাপন করেছে। আশা করা যায়, আসছে বছরগুলোতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।