facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

২০২৫ আইপিএলে খেলা নিয়ে যা বললেন ধোনি


০২ আগস্ট ২০২৪ শুক্রবার, ১০:৫৬  এএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


২০২৫ আইপিএলে খেলা নিয়ে যা বললেন ধোনি

শেষ কিছু বছর ধরে আইপিএলের মৌসুম আসলেই আলোচিত হয় মহেন্দ্র সিংহ ধোনি আদৌ খেলবেন কী না। কিন্তু প্রত্যেক বার চমক দেখিয়ে আইপিএলের মঞ্চে খেলতে নামেন মাহি। আবারও ২০২৫ মৌসুম আসতেই সেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে ক্রিকেট মহলে। সম্প্রতি এক ইভেন্টে অংশ নিয়েছিলেন পাঁচবারের আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। সেখানেই ধোনি নিজের আইপিএলে ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন।

সেখানে ধোঁয়াশা এখনও রেখেই দিলেন ধোনি। বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার বলেছেন, আইপিএলে আরও খেলবেন কিনা, সেই সিদ্ধান্ত নেবেন নিলামের শর্ত ও দলের প্রয়োজন বুঝে। আইপিএল গভর্নিং কাউন্সিল গত বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ে ফ্র্যাঞ্চাইজি মালিক এবং কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে টুর্নামেন্টের অনেকগুলো নিয়ম নিয়ে আলোচনা করার জন্য।

মূল বিষয় ছিল ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম, একটি দল কতজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে এবং মেগা নিলাম কত বছর পর পর হবে (পরবর্তী মেগা নিলাম হবে আগামী আসরের আগে)। আর এই কারণেই ৪৩ বছর বয়সী ধোনি সময় নিয়ে দেখতে চাচ্ছেন নিয়মের ব্যাপারে।

আইপিএলে নিজের ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে ধোনি জানান, `এটি নিয়ে ভাবার জন্য অনেক সময় আছে। আমাদের দেখতে হবে তারা খেলোয়াড় ধরে রাখার ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়। এই মুহূর্তে বল আমাদের কোর্টে নেই। আর তাই একবার নিয়ম-কানুন আনুষ্ঠানিক হয়ে গেলে এরপর আমি সিদ্ধান্ত নেব। তবে দলের স্বার্থেই সবার আগে আসা উচিত।`

২০২৩ সালে চেন্নাইকে অধিনায়ক হিসেবে আরও একবার শিরোপা জেতানোর পর ধারণা করা হয়েছিল, এই দফায় ধোনি হয়ত অবসর নিয়ে ফেলবেন। তবে এই বছরও আইপিএলে অংশ নেন ভারতের ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তবে আসরের আগেই অধিনায়কত্ব তুলে দেন রুতুরাজ গায়কোয়াড়ের হাতে। আর সেই কারণে পরের আসরে ধোনির খেলা নিয়ে জেগেছে সংশয়। টুর্নামেন্টে পঞ্চম হয়ে প্লে-অফে জায়গা করে নিতে ব্যর্থ হয় চেন্নাই।

ধোনি ২০২৪ আইপেলে খেলেন স্পেশালিষ্ট উইকেটরক্ষক হিসেবেই, যিনি কিনা ৮-৯ নম্বরে নেমে দ্রুত কিছু কাজ করে দেবেন। সেই ভূমিকাতে ছিলেন ভীষণ কার্যকর। মোট ৭৩টি বল খেলে মারেন ১৩টি ছক্কা ও ১৪টি চার। স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য, ২২০.৫৪।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ