facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৮ জানুয়ারি মঙ্গলবার, ২০২৫

Walton

২০২৫ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৭ দিন


১৭ নভেম্বর ২০২৪ রবিবার, ১০:৫৩  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


২০২৫ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৭ দিন

২০২৫ সালে সরকারি ছুটির কারণে দেশের ব্যাংকগুলো মোট ২৭ দিন বন্ধ থাকবে। এর মধ্যে আট দিন শুক্র ও শনিবার। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে এই ছুটির তালিকা চূড়ান্ত করে তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

চলতি বছর ব্যাংকগুলোতে ছুটি ছিল ২৪ দিন। তবে আগামী বছর এই সংখ্যা বেড়ে ২৭-এ দাঁড়িয়েছে। ছুটির মধ্যে ধর্মীয় উৎসব ও জাতীয় দিবসের পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনগুলোও অন্তর্ভুক্ত।

**প্রধান ছুটির দিনগুলো**
- **শবে বরাত:** ১৫ ফেব্রুয়ারি (শনিবার)।
- **শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস:** ২১ ফেব্রুয়ারি (শুক্রবার)।
- **স্বাধীনতা ও জাতীয় দিবস:** ২৬ মার্চ (বুধবার)।
- **জুমাতুল বিদা ও শবে কদর:** ২৮ মার্চ (শুক্রবার)।
- **ঈদুল ফিতর:** ২৯ মার্চ থেকে ২ এপ্রিল (পাঁচ দিন, এর মধ্যে একটি সাপ্তাহিক ছুটি)।
- **নববর্ষ:** ১৪ এপ্রিল (সোমবার)।
- **মে দিবস:** ১ মে (বৃহস্পতিবার)।
- **বুদ্ধপূর্ণিমা:** ১১ মে (রোববার)।
- **ঈদুল আজহা:** ৫ থেকে ১০ জুন (ছয় দিন, এর মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটি)।
- **আশুরা:** ৬ জুলাই (রোববার)।
- **জন্মাষ্টমী:** ১৬ আগস্ট (শনিবার)।
- **ঈদে মিলাদুন্নবী (সা.):** ৫ সেপ্টেম্বর (শুক্রবার)।
- **দুর্গাপূজা:** ১ ও ২ অক্টোবর (বুধবার ও বৃহস্পতিবার)।
- **বিজয় দিবস:** ১৬ ডিসেম্বর (মঙ্গলবার)।
- **বড়দিন:** ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার)।
- **ব্যাংক হলিডে:** ১ জুলাই ও ৩১ ডিসেম্বর (মঙ্গলবার ও বুধবার)।

বিশেষ তথ্য
- ধর্মীয় উৎসবগুলো যেমন শবে বরাত, শবে কদর, ঈদুল ফিতর, বুদ্ধপূর্ণিমা, ঈদুল আজহা, আশুরা এবং ঈদে মিলাদুন্নবী (সা.) চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
- কিছু সরকারি ছুটি রবি ও বৃহস্পতিবার পড়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে লম্বা ছুটির সুযোগ তৈরি হয়েছে।

ব্যাংকারদের দীর্ঘ ছুটির সুযোগ

এবার ব্যাংকাররা বেশ কিছু টানা ছুটি পাবেন।
- মে দিবস, বুদ্ধপূর্ণিমা, আশুরা, এবং বড়দিনের সময় তিন দিনের ছুটি।
- দুর্গাপূজার সময় টানা চার দিনের ছুটি।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শোক দিবসের ছুটি নির্বাহী আদেশে বাতিল করা হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ