২৫ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার, ১১:২৬ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রবাসী আয়ে বড় উত্থান দেখা যাচ্ছে। চলতি ফেব্রুয়ারির মাত্র ২৩ দিনেই বাংলাদেশি প্রবাসীরা ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন, যা এই সময়ে অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে।
নতুন রেকর্ডের সম্ভাবনা
চলতি ধারা অব্যাহত থাকলে ফেব্রুয়ারিতে রেমিট্যান্সের নতুন রেকর্ড তৈরি হতে পারে। উল্লেখ্য, মাসভিত্তিক হিসাবে ২০২৩ সালের ডিসেম্বরে সর্বোচ্চ ২.৬৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা এবার ফেব্রুয়ারিতে ছাড়িয়ে যেতে পারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী:
অতীতের রেমিট্যান্স প্রবাহ (বিলিয়ন ডলারে):
২০২৪ সালের ডিসেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড তৈরি হয়েছিল। এর আগে ২০২০ সালের জুলাই মাসে ২.৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। এবার সেই রেকর্ডও ভেঙেছে ২০২৪ সালের বিজয়ের মাস ডিসেম্বর।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে। বর্তমানে রিজার্ভ প্রায় ২১ বিলিয়ন (২০.৮৫ বিলিয়ন) ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গ্রস রিজার্ভ বেড়ে ২৬.১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে রেমিট্যান্স প্রবাহ এভাবে অব্যাহত থাকলে বাংলাদেশ আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে বলে আশা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।