২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ১১:৩০ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
দীর্ঘ ১৭ বছরের আইনি লড়াই শেষে অবশেষে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জন প্রার্থীর চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ ঐতিহাসিক রায় প্রদান করেন। এর ফলে এক যুগেরও বেশি সময় ধরে চলা এই আইনি জটিলতার অবসান ঘটল।
এ বিষয়ে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
আইনজীবীরা জানান, আদালত হাইকোর্টের রায় বহাল রেখে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে ৯০ দিনের মধ্যে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ন্যায়বিচার নিশ্চিত হলো বলে তারা মন্তব্য করেন।
২০০৭ সালে অনুষ্ঠিত ২৭তম বিসিএস পরীক্ষায় প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হলেও তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ওই ফলাফল বাতিল করে নতুন করে দ্বিতীয় মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর, ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ৩ হাজার ২২৯ জন উত্তীর্ণ হন এবং তাদের নিয়োগ দেওয়া হয়। তবে এতে ১ হাজার ১৩৭ জন প্রার্থী নিয়োগবঞ্চিত হন, যা নিয়ে দীর্ঘদিন আইনি লড়াই চলে।
এ রায়ের মাধ্যমে ২৭তম বিসিএসের নিয়োগবঞ্চিতদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। ৯০ দিনের মধ্যে তাদের নিয়োগ কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা এই রায়কে ঐতিহাসিক ও ন্যায়বিচারের বিজয় হিসেবে দেখছেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।