facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৭ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

২৭তম বিসিএসের বঞ্চিত ১,১১৪ জনের রিভিউ শুনবেন আপিল বিভাগ


০৭ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার, ১১:২৩  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


২৭তম বিসিএসের বঞ্চিত ১,১১৪ জনের রিভিউ শুনবেন আপিল বিভাগ

২৭তম বিসিএস পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষা বাতিল করার রায় বৈধ ঘোষণা বহাল রেখেই আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে ১,১১৪ জন প্রার্থীর রিভিউ আবেদন শুনবেন দেশের সর্বোচ্চ আদালত। রিভিউ আবেদনের ওপর আগামী ৪ ডিসেম্বর শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এদিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

প্রসঙ্গত, ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষা বাতিল করার হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখে। এরপর দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের করা লিভ টু আপিলও নিষ্পত্তি করা হয়।

২০০৭ সালে জরুরি অবস্থার সময় সরকার ২৭তম বিসিএস পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে দেয়। এর বিরুদ্ধে উত্তীর্ণ প্রার্থীরা রিট আবেদন করেন। ২০০৮ সালের ৩ জুলাই, বিচারপতি মো. আবদুর রশিদ ও বিচারপতি মো. আশফাকুল ইসলামের বেঞ্চ সরকারের সিদ্ধান্তকে বৈধ বলে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট রিট আবেদনকারীরা আপিল বিভাগে লিভ টু আপিল করেন। অন্যদিকে, হাইকোর্টের আরেকটি বেঞ্চ দ্বিতীয় মৌখিক পরীক্ষা গ্রহণকে অবৈধ ঘোষণা করেন। বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী নেতৃত্বাধীন বেঞ্চ গত বছরের ১১ নভেম্বর এই রায় দেন। সরকারের করা লিভ টু আপিল আবেদনও আপিল বিভাগ কিছু পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে।

২০০৭ সালের ২১ জানুয়ারি, ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩,৫৬৭ জন উত্তীর্ণ হন। এরপর ৩০ জুন জরুরি অবস্থার সরকার প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে দেয়। পরবর্তী সময়ে ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, এবং ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলে ৩,২২৯ জন উত্তীর্ণ হন। পরে তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: