২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার, ১০:৩০ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্রের সরকার একটি নাম-না-জানা সংস্থাকে ২৯ মিলিয়ন ডলার দিয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এই সংস্থার নাম আগে কেউ শোনেনি, আর এতে মাত্র দুজন কর্মী কাজ করেন।
হোয়াইট হাউসে গতকাল শুক্রবার গভর্নরদের এক ওয়ার্কিং সেশনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, "বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এমন একটি সংস্থাকে, যার সম্পর্কে কেউ জানে না। সেখানে মাত্র দুজন কাজ করেন। আমি নিশ্চিত, তারা এখন দারুণ খুশি এবং খুব ধনী হয়ে গেছেন। শিগগিরই তারা বড় কোনো বিজনেস সাময়িকীতে প্রতারণার জন্য জায়গা পাবে।"
হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ট্রাম্প শুধু বাংলাদেশ নয়, ভারত ও নেপালের মতো দেশেও যুক্তরাষ্ট্রের অর্থ সাহায্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, "২১ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে আমার বন্ধু নরেন্দ্র মোদির ভারতকে ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য। আমাদের কি হবে? আমিও তো চাই ভোটার উপস্থিতি বাড়ুক।"
এর আগে, ১৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতাবিষয়ক বিভাগ (ডিওজিই) জানিয়েছিল, বাংলাদেশসহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে অর্থায়ন বাতিল করা হয়েছে। সেই তালিকায় ছিল `স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ` প্রকল্প, যার জন্য ২৯ মিলিয়ন ডলার বরাদ্দ ছিল।
ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্র সরকার থেকে একটি ছোট সংস্থাকে এমন বিপুল পরিমাণ অর্থ দেওয়া সত্যিই বিস্ময়কর। তিনি আরও বলেন, "এটি এক ধরনের প্রতারণা। ছোট সংস্থাগুলো সাধারণত ১০ হাজার ডলার, ২০ হাজার ডলার পেয়ে থাকে। কিন্তু এটি ২৯ মিলিয়ন ডলার পেয়েছে!"
ট্রাম্পের এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নতুন বিতর্কের জন্ম দিতে পারে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।