facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ এপ্রিল শুক্রবার, ২০২৫

Walton

২৯০ কোটি টাকার ঋণ খেলাপি, নিলামে উঠলো এসএস স্টিলের বিপুল সম্পদ


১৫ এপ্রিল ২০২৫ মঙ্গলবার, ১০:৫৩  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


২৯০ কোটি টাকার ঋণ খেলাপি, নিলামে উঠলো এসএস স্টিলের বিপুল সম্পদ

ঋণখেলাপি হওয়ায় এবার নিলামে উঠেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এসএস স্টিল লিমিটেডের বিপুল সম্পদ। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) প্রতিষ্ঠানটির কাছ থেকে ২৯০ কোটি টাকার অনাদায়ী ঋণ আদায়ে এই পদক্ষেপ নিয়েছে।

ব্যাংকের প্রগতি সরণি শাখা থেকে জারি করা নিলাম বিজ্ঞপ্তি সম্প্রতি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেখানে আগ্রহী ক্রেতাদের আগামী ৮ মে-র মধ্যে দরপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নোটিশ অনুযায়ী, নারায়ণগঞ্জে ১৩৫.৭৯ শতাংশ জমি ও কারখানাসহ যন্ত্রপাতি এবং চট্টগ্রামে ১৯৯.১২ শতাংশ অবকাঠামোগত জমি নিলামে তোলা হবে। এসব সম্পদ এসএস স্টিলের মালিকানাধীন এবং প্রতিষ্ঠানটি ঋণগ্রহণের সময় এসব জমি বন্ধক রেখেছিল।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, চুক্তি অনুযায়ী আদালতের অনুমোদন ছাড়াই বন্ধকী সম্পদ বিক্রির বিধান থাকায় এখন তা কার্যকর করা হচ্ছে। বারবার নোটিশ দেওয়ার পরও কোম্পানিটি কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় সম্পদ বিক্রির মাধ্যমে বকেয়া আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগেও চলতি বছরের জানুয়ারিতে ব্যাংক এশিয়া এসএস স্টিলের ১৬৭ কোটি ৫৬ লাখ টাকার ঋণ আদায়ে গাজীপুরে ১৪৮.৫ শতাংশ জমি, কারখানা ভবন ও যন্ত্রপাতি নিলামে তোলে।

ব্যাংক সূত্রে জানা গেছে, এসএস স্টিল শুরুতে কার্যকরী মূলধনের জন্য একটি ডিমান্ড লোন গ্রহণ করেছিল। কিন্তু নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না করায়, একাধিক ব্যাংক এখন তাদের সম্পদ বিক্রির মাধ্যমে অর্থ আদায়ের পথে হাঁটছে।

এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক প্রশ্নের জবাবে কোম্পানিটি জানিয়েছে, তারা তাদের আইন বিভাগের মাধ্যমে এসব নিলাম বিজ্ঞপ্তির মোকাবিলা করবে এবং তাদের গ্রাহক, শেয়ারহোল্ডার ও অংশীদারদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে এসএস স্টিল ২৫ কোটি টাকা সংগ্রহ করেছিল। এরপর ২০২০ সালের আগস্টে সালেহ স্টিলে প্রায় ১৬০ কোটি টাকা বিনিয়োগ করে কোম্পানিটির ৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণ করে। সালেহ স্টিল ‘রড’ ও ‘কয়েল’ উৎপাদনের জন্য পরিচিত একটি ব্র্যান্ড, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৮৪ হাজার টন।

এসএস স্টিলের এই আর্থিক সংকটের ফলে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা কোম্পানিটির ভবিষ্যৎ কার্যক্রম ও বাজার মূল্যায়নে বড় প্রভাব ফেলতে পারে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: