৩০ ডিসেম্বর ২০২৪ সোমবার, ০৯:২৬ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
পাঁচ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বাজারে কিছুটা চাঙা ভাব তৈরি হয়েছিল। কিন্তু সেই আশা ক্ষণস্থায়ী হয়, এবং অক্টোবরে সূচক ৪,৮৯৮ পয়েন্টে পৌঁছে ৪ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে চলে আসে। এই ধস অনেক বিনিয়োগকারীকে পুঁজি হারিয়ে নিঃস্ব করে তোলে।
২০২৪ সালে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহে বড় ধাক্কা খেয়েছে দেশ। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মাত্র ৬টি কোম্পানি ও দুটি ব্যাংক মূলধন সংগ্রহ করে, যা ছিল আগের বছরের তুলনায় প্রায় ২৫% কম। বিশ্লেষকরা মনে করছেন, আইপিওর অভাবে শেয়ারবাজার আরও পিছিয়ে পড়ছে।
২০২৪ সালে ১২টি কোম্পানির শেয়ার কারসাজির জন্য ৭২২ কোটি টাকা জরিমানা করা হয়। তবে বাজারে সুশাসন ও স্বচ্ছতা আনতে বিএসইসি কিছু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অন্যতম।
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) শেয়ারবাজারে তারল্য বৃদ্ধির জন্য ৩,০০০ কোটি টাকার তহবিল পাচ্ছে, যা বিনিয়োগকারীদের নতুন আশার সঞ্চার করেছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২০২৫ সালে বাজারে ইতিবাচক ধারা ফেরার সম্ভাবনা রয়েছে।
শেয়ারবাজারের এই টালমাটাল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ভালো কোম্পানির তালিকাভুক্তি, সুশাসন এবং নীতিগত সমাধানের প্রয়োজনীয়তা বিশেষজ্ঞরা বারবার তুলে ধরছেন। বিনিয়োগকারীরা আগামী বছর বাজার থেকে ভালো কিছু আশা করছেন, কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে হলে কার্যকর পদক্ষেপ নিতে হবে এখনই।
পুঁজিবাজার বন্ধ থাকবে মঙ্গলবার
আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ব্যাংক হলিডে। দিনটি উপলক্ষ্যে দেশের শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংক হলিডের কারণে মঙ্গলবার দেশের সব ব্যাংকের লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে। যেহেতু ব্যাংকের সাথে শেয়ারবাজারের সম্পর্ক রয়েছে। তাই এদিন ব্যাংকের সাথে শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে।
আগামী বুধবার (০১ জানুয়ারি) থেকে আগের নিয়মে শেয়ারবাজারে লেনদেন চালু হবে।
এসকে ট্রিমসের নগদ লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের ভোটের মাধ্যমে ১ দশমিক ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।
রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় কোম্পানির ফ্যাক্টরিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন ফরহাদ এবং ব্যবস্থাপনা পরিচালক এম এ কাইয়ুম হাওলাদার। তারা শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বলেন, কোম্পানি একটি দুর্যোগকালীন সময় কাটিয়ে উঠেছে। আগামীতে কোম্পানির সার্বিক অবস্থা ভালো হবে ইনশাল্লাহ। তখন লভ্যাংশের হারও বৃদ্ধি পাবে।
বঙ্গজের লভ্যাংশ বিতরণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
লভ্যাংশ দেবে না বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
রোববার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৬ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৬ পয়সা লোকসান হয়েছিল।
আলোচিত বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ১২ পয়সা, যা গত বছর একই সময়ে মাইনাস ৩ টাকা ৯ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ১২২ টাকা ০৬ পয়সা।
১ মে থেকে নির্ধারিত সফটওয়্যার ছাড়া লেনদেন বন্ধ
ট্রেকহোল্ডারদের জন্য অসংশোধনযোগ্য ব্যাক-অফিস সফটওয়্যার স্থাপন, বাস্তবায়ন ও ব্যবহারের সময়সীমা কিছুটা শিথিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সফটওয়্যার স্থাপন ও ব্যবহার শুরু করতে না পারলে ১ মে লেনদেনে অংশ নেওয়ার সুযোগ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। ব্যর্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেবে বিএসইসি।
নির্ধারিত অসংশোধনযোগ্য ব্যাক-অফিস সফটওয়্যার স্থাপন ও ব্যবহারের জন্য বিএসইসি নতুন সময় বেঁধে দিয়েছে। বিএসইসির সর্বশেষ নির্দেশনা অনুসারে, এই সফটওয়্যার স্থাপন ও ব্যবহার শুরুর জন্য আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সময় পাবে ট্রেকহোল্ডাররা। তবে এরপর এই সফটওয়্যার ছাড়া কোনো ট্রেকহোল্ডার লেনদেন পরিচালনা করতে পারবে না।
বিএসইসির এই নির্দেশনার বিষয়টি সব ট্রেকহোল্ডারকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সব ট্রেকহোল্ডারের অফিসে বিএসইসির প্যানেলভুক্ত ভেন্ডরের অসংশোধনযোগ্য ব্যাক-অফিস সফটওয়্যার স্থাপন ও ব্যবহার শুরুর নির্দেশ দিয়েছিল বিএসইসি। কিন্তু নানা কারণে অনেক ট্রেকহোল্ডারের পক্ষে এটি সম্ভব হয়নি। এমন অবস্থা ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন এই সময়সীমা বাড়ানোর জন্য বিএসইসির কাছে আবেদন করেছিল। তার প্রেক্ষিতে বিএসইসি আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত সময় বাড়িয়েছে।
পাশাপাশি বিএসইসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এরপর আর সময়সীমা বাড়ানো হবে না। এই সময়ের মধ্যে কোনো স্টক-ব্রোকার ও স্টক-ডিলার অসংশোধনযোগ্য ব্যাক-অফিস সফটওয়্যার স্থাপন ও ব্যবহার শুরু করতে না পারলে ১ মে ওই প্রতিষ্ঠানের লেনদেনে অংশ নেওয়ার সুযোগ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, ব্যর্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেবে নিয়ন্ত্রক সংস্থা।
ডিএসইর চিঠিতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, ৩০ এপ্রিলের মধ্যে ওই সফটওয়্যার স্থাপনের কাজ শুরু করলে শর্ত পূরণ হবে না। এই সময়ের মধ্যে তা স্থাপনের পাশাপাশি ব্যবহার শুরু করতে হবে।
বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে অসংশোধনযোগ্য ব্যাক-অফিস সফটওয়্যারের ৮টি ভেন্ডর প্যানেলভুক্ত আছে। অসংশোধনযোগ্য ব্যাক-অফিস সফটওয়্যার স্থাপন, বাস্তবায়ন ও ব্যবহার শুরুর একই শর্ত দেশের অপর স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি’র জন্যেও প্রযোজ্য।
ঢাকা ডায়িংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
রোববার (২৯ ডিসেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়ালটনের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জি ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’ রেটিং করেছে।
কোম্পানিটির ২০২১ থেকে ২০২৪ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত ও ২০২৫ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৪৪ পয়সা লোকসান হয়েছে। গতবছর প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৪২ পয়সা লোকসান হয়েছিল।
৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩১ টাকা ১০ পয়সা।
স্ট্যান্ডার্ড সিরামিকের পর্ষদ সভা ১ জানুয়ারি
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ০১ জানুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- বিডিকম অনলাইন লিমিটেড, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড।
বিডিকম অনলাইনের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন , ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত ও চলতি বছরের প্রথম প্রান্তিকের আনুষাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
জিকিউ বলপেনের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড । কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবিবি-’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৪’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এছাড়া এনার্জিপ্যাক পাওয়ারের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে বাংলাদেশ ক্রেডিট রেটিং এজেন্সি লিমিটেড । কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবিবি-’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৪’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত, ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত, ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।