facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

৩০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর চোখের চিকিৎসা দেবে সৌদি


০৪ অক্টোবর ২০২৩ বুধবার, ১০:০৯  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


৩০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর চোখের চিকিৎসা দেবে সৌদি

বাংলাদেশি শিক্ষার্থীদের চোখের চিকিৎসা দেওয়ার জন্য একটি মানবিক প্রকল্প উদ্বোধন করেছে বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র। এই প্রকল্পের অধীনে ৩০ হাজার শিক্ষার্থীকে চোখের চিকিৎসা দেওয়া হবে। মঙ্গলবার (৩ অক্টোবর) এই ক্যাম্পেইনের কথা জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা বিন ইউসুফ আল দুহাইলান।

বাদশাহ সালমান মানবিক সহায়তা ও ত্রাণকেন্দ্রের কেএসরিলিফের পরিকল্পনা ও উন্নয়নের সহকারী সুপারভাইজার-জেনারেল আকিল আল গামদি কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের বলেন, সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে বাংলাদেশে অন্ধত্ব এবং দৃষ্টি প্রতিবন্ধীদের হার কমাতে সাহায্য করা হবে।

তিনি বলেন, ক্যাম্পেইনটি শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে শুরু হবে, কারণ তারাই প্রথম হবেন এমন ছাত্রদের চিহ্নিত করবে যাদের সাহায্যের প্রয়োজন। এই ক্যাম্পেইনের আওতায় ঢাকার ৫০টি স্কুলে স্ক্রিনিং কার্যক্রম চলছে। এর আওতায় প্রায় ৩০ হাজার শিক্ষার্থীকে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, সকালে আমরা একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেছি এবং সেখানে ক্যাম্পেইন শুরু করেছি। প্রতিষ্ঠানটি আগামী তিন দিনের মধ্যে প্রায় ১ হাজার শিক্ষার্থীকে স্ক্রিন করবে। এই ক্যাম্পেইনের আওতায় যাদের চশমা প্রয়োজন হবে তাদের জন্য তা সরবরাহ করা হবে। এর বাইরে যাদের আরও চিকিৎসা সহায়তার প্রয়োজন হবে তাদের চিকিৎসকের নিকট পাঠানো হবে।

কেএসরিলিফ বাংলাদেশসহ পৃথিবীর ৯৩টি দেশে সৌদি আরব বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে। বাংলাদেশকে ইতোমধ্যে প্রায় আড়াই কোটি ডলার সহায়তা দিয়েছে এবং রোহিঙ্গাদের জন্য আলাদাভাবে দুই কোটি ৬০ লাখ ডলার সহায়তা দিয়েছে বলে তিনি জানান।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: