facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

৪ মাস বেতন পাচ্ছেন না বাবর-রিজওয়ানরা


০৫ অক্টোবর ২০২৪ শনিবার, ১১:৩১  এএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


৪ মাস বেতন পাচ্ছেন না বাবর-রিজওয়ানরা

চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে শুভসূচনা করেছে পাকিস্তান। তবে দলকে ভালো শুরু পাইয়ে দিলেও গত ৪ মাস ধরে বেতন পাচ্ছেন না ফাতিমা সানারা! এমনকি দেশটি পুরুষ ক্রিকেটাররাও গত ৪ মাস বেতন পাননি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে নারী ক্রিকেটারদের বর্তমান চুক্তির মেয়াদ ২৩ মাসের। যা কেন্দ্রীয় চুক্তি শুরু হয়েছে ২০২৩ সালের ১ আগস্ট থেকে। এটা শেষ হবে ২০২৫ সালের ৩০ জুন। কিন্তু কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শুরুর ১২ মাস পর পিসিবির আবার পর্যালোচনা করার কথা। যেখানে সেই পর্যালোচনা হয়নি বলেই বেতন দেওয়া হচ্ছে না নারী ক্রিকেটারদের।

এ নিয়ে ক্রিকবাজকে পিসিবি বলেছে, ‘কাজ চলছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর ২০২৪ সালের ১ জুলাই থেকে চুক্তির প্রস্তাব দেওয়া হবে খেলোয়াড়দের।’ পিসিবির এক কর্মকর্তা বেতন বকেয়া থাকার কারণ হিসেবে ক্রিকবাজকে বলেছেন, ‘অনেক কিছু হচ্ছে এবং সবকিছু সামলানোর জন্য সময়ের খুব অভাব।’

এদিকে পিসিবির নীতিমালা অনুযায়ী দেশটির ক্রিকেটাররা ট্রেনিং ক্যাম্প চলার সময় দৈনিক ভাতা পায় না। কারণ, ওই সময়ে পিসিবি থেকে তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়। সেপ্টেম্বরের ১ তারিখ থেকে পাকিস্তানের মেয়েরা ক্যাম্পে ছিলেন। এ কারণে এই সময়ে তারা দৈনিক ভাতাও পাননি। তবে এই সময়ে সাপোর্ট স্টাফদের দৈনিক ভাতা দেওয়া হয়েছে।

অবশ্য নারী ক্রিকেটারদের বেতন না দেওয়ার ব্যাখ্যা দিলেও বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের বেতন না হওয়ার কারণ জানায়নি পিসিবি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: