২১ জুলাই ২০২৩ শুক্রবার, ১০:৫০ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
দেশের ৪৬টি সরকারি কলেজে নতুন উপাধ্যক্ষ পদায়ন দেয়া হয়েছে। গত বুধবার (১৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাদের পদায়ন দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।
জানা গেছে, আলাদা দুইটি প্রজ্ঞাপনে মোট ৪৭টি কলেজে উপাধ্যক্ষ পদায়ন দেয়া হয়েছে। উপাধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তারা। এদের মধ্যে ৪৬টি কলেজে নতুন উপাধ্যক্ষ পদায়ন দেয়া হয়েছে। আর ফেনীর ছাগলনাইয়া কলেজের উপাধ্যক্ষ (ইনসিটু) অধ্যাপক মো. খলিলুর রহমানকে পদোন্নতিজনিত কারণে নতুন করে পদায়ন দেয়া হয়েছে।
উপাধ্যক্ষ পদে পদায়ন পাওয়া শিক্ষা ক্যাডারের অধ্যাপকদের ২৫ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।