২৮ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার, ১১:৫১ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের দর আরও কমেছে। বুধবার (২৭ ডিসেম্বর) তা গত ৫ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, শিগগিরই সুদের হার কমাতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এই প্রত্যাশায় ইউএস মুদ্রার দরপতন ঘটেছে।
আলোচ্য কার্যদিবসে প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৪৮ শতাংশ। বর্তমানে যা ১০০ দশমিক ৯৮ পয়েন্টে অবস্থান করছে। গত ২৭ জুলাইয়ের পর যা সবচেয়ে কম। সবমিলিয়ে ২০২৩ সালে ডলার সূচক নিম্নগামী হয়েছে ২ দশমিক ৪৫ শতাংশ। আগের দুই বছরে অর্থাৎ ২০২১ ও ২০২২ সালে তা ব্যাপক ঊর্ধ্বগামী হয়।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যাচ্ছিল ফেড। ফলে এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়। বিশ্বের বৃহত্তম অর্থনীতির সেন্ট্রাল ব্যাংকের লক্ষ্য মূল্যস্ফীতি ২ শতাংশে নামিয়ে আনা। ইতোমধ্যে তা ৩ শতাংশের নিচে নেমে এসেছে। ফলে সুদের হারও হ্রাসের সম্ভাবনা জোরালো হয়েছে।
এই প্রেক্ষাপটে ইউরোর দাম বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৫৪ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মূল মুদ্রাটির মূল্য স্থির হয়েছে ১ দশমিক ১১০২ ডলারে। গত ২৭ জুলাইয়ের পর যা সর্বোচ্চ। সবমিলিয়ে চলতি বছর মুদ্রাটির দর বেড়েছে ৩ দশমিক ৬১ শতাংশ।
স্টার্লিং শক্তিশালী হয়েছে শূন্য দশমিক ৫৬ শতাংশ। ব্রিটিশ মুদ্রাটির দর নিষ্পত্তি হয়েছে ১ দশমিক ২৭৯৩ ডলারে। গত ১০ আগস্টের পর যা প্রায় সবচেয়ে বেশি। এই বছর মুদ্রাটির মানে উত্থান ঘটেছে ৫ দশমিক ৭৯ শতাংশ। জাপানি মুদ্রার বিপরীতে গ্রিনব্যাকের অবমূল্যায়ন ঘটেছে শূন্য দশমিক ৩৫ শতাংশ। প্রতি ডলারের দর দাঁড়িয়েছে ১৪১ দশমিক ৮৯ ইয়েনে। ২০২৩ সালে মুদ্রাটির শক্তি বেড়েছে ৮ দশমিক ২২ শতাংশ।
শিকাগোভিত্তিক ডিআরডব্লিউয়ের বাজার বিশ্লেষক লৌ ব্রিয়েন বলেন, মার্কিন মুলুকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসছে। ফলে আগামী মার্চে সুদের হার কমাতে পারে ফেড। সেই প্রত্যাশায় ডলারের মান কমেছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।