১৩ আগস্ট ২০২৩ রবিবার, ০৪:৪২ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ৫৫ বছর বয়সে এসএসসি পাস করেছেন রৌশনারা নামের পাড়া কেন্দ্রের এক শিক্ষিকা। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৪.০৫ পেয়ে তিনি পাস করেছেন। রৌশনারা পানছড়ি সদর ইউনিয়নের কলোনিপাড়া গ্রামের মৃত আবদুল কাদেরের মেয়ে। সাংসারিক জীবনে দুই সন্তানের জননী ।
রৌশনারা বলেন, `১৯৯৮ সাল থেকে পাড়া কেন্দ্রে শিক্ষকতা করে আসছি। তাই নিজের ভিতরেই পড়ালেখা করার প্রবল ইচ্ছা জাগে। নিজে এসএসসি পাস করলে কোমলমতি শিশুদের আরো ভালোভাবে পড়াতে পারব। প্রচণ্ড মনোবল নিয়েই এসএসসিতে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করি।`
আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো পয়েন্ট নিয়েই পাস করেছি। এইচএসসিতে ভর্তির ব্যাপারেও চিন্তাভাবনা করছেন বলে জানান। পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহমেদ জানান, এ বয়সে লেখাপড়া করার ইচ্ছা সবার মধ্যে থাকে না। তার এ রকম আগ্রহ দেখে অনেকেই অনুপ্রাণিত হবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।