facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৭ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

৫৮ বছর পর নতুন প্রেসিডেন্ট পেল বতসোয়ানা


০২ নভেম্বর ২০২৪ শনিবার, ১০:০৩  এএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


৫৮ বছর পর নতুন প্রেসিডেন্ট পেল বতসোয়ানা

আফ্রিকার দেশ বতসোয়ানায় ৫৮ বছর পর নির্বাচনে হেরে গেছে ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টি (বিডিপি)। নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন আইনজীবী দুমা বোকো। তিনি বিরোধী দল আমব্রেলা ফর ডেমোক্রেটিক চেঞ্জের (ইউডিসি) প্রার্থী। দেশটির সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন মোখেসি মাসিসি।

চলতি সপ্তাহে বতসোয়ানায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোখেসি মাসিসির অন্যতম প্রতিদ্বন্দ্বী ৫৪ বছর বয়সী দুমা বোকো ৩২টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে নতুন সরকার গঠন করতে যাচ্ছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে গতকাল শুক্রবার সর্বশেষ প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৬১টি নির্বাচনী আসনের মধ্যে ৫৫টির ফল প্রকাশ হয়েছে। তার মধ্যে মাত্র চারটি আসনে জয় পেয়ে সর্বশেষ অবস্থান চারে আছে বিডিপি। বতসোয়ানায় পার্লামেন্টের জয়ী সদস্যরা (এমপি) প্রেসিডেন্টকে নির্বাচিত করেন।

১৯৬৬ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে দেশটির ক্ষমতায় ছিল বিডিপি। বিশ্লেষকেরা বলছেন, মূলত বিভিন্ন আর্থসামাজিক সংকটের উপযুক্ত সমাধান করতে না পারার কারণে তরুণ ভোটারদের আকৃষ্ট করতে পারেনি দলটি। তারা ৫৮ বছর ধরে একই ভাবে দেশ শাসন করে আসছিল। নতুন করে আর কোনো কিছু জাতির সামনে উপস্থাপন করতে পারেনি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: