ঢাকা   রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

৬ কোম্পানির শেয়ার কিনতে মরিয়া চেষ্টা

শেয়ারবাজার

প্রকাশিত: ১২:১২, ২ মার্চ ২০২৫

আপডেট: ১২:৫৩, ২ মার্চ ২০২৫

৬ কোম্পানির শেয়ার কিনতে মরিয়া চেষ্টা

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২ মার্চ) লেনদেনের মাত্র আধা ঘণ্টার মধ্যেই ৬টি প্রতিষ্ঠানের শেয়ার সর্বোচ্চ দামে পৌঁছে হল্টেড হয়ে গেছে।

হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলো হলো—ফরচুন সুজ, হামিদ ফেব্রিকস, এইচআর টেক্সটাইল, আরএসআরএম স্টিল, সাফকো স্পিনিং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও স্টাইল ক্রাফট লিমিটেড।

এর মধ্যে এইচআর টেক্সটাইল, আরএসআরএম স্টিল, সাফকো স্পিনিং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও স্টাইল ক্রাফট আগের কর্মদিবসেও হল্টেড হয়েছিল। নতুন করে বিক্রেতা সংকটে পড়ে আজ ফরচুন সুজও হল্টেড হয়েছে।

এদিকে, এ রিপোর্ট লেখা পর্যন্ত লাখ লাখ বিনিয়োগকারী শেয়ারগুলো কেনার জন্য অর্ডার দিলেও বিক্রেতার অভাবে তা সংগ্রহ করতে পারছেন না। বাজারের এমন ঊর্ধ্বমুখী প্রবণতায় বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে উচ্ছ্বাস ও আগ্রহ।

শেয়ার বিজনেস24.কম