facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ডিসেম্বর রবিবার, ২০২৪

Walton

৬ মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন


৩১ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার, ১০:১৯  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


৬ মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন

দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সরোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

বুধবার প্রজ্ঞাপনটি স্বাক্ষরিত হলেও বৃহস্পতিবার এই সম্পর্কে তথ্য পাওয়া গেছে। নাম পরিবর্তন করা যেসব সরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে কর্নেল মালেক মেডিকেল কলেজ মানিকগঞ্জের পরিবর্তে মানিকগঞ্জ মেডিকেল কলেজ, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ নোয়াখালীর পরিবর্তে নোয়াখালী মেডিকেল কলেজ, জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ পরিবর্তে জামালপুর মেডিকেল কলেজ করা হয়েছে।

এছাড়া শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইলের পরিবর্তে টাঙ্গাইল মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুরের পরিবর্তে ফরিদপুর মেডিকেল কলেজ এবং এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরের পরিবর্তে দিনাজপুর মেডিকেল কলেজ করা হয়েছে। জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

জাতীয় -এর সর্বশেষ