০৪ আগস্ট ২০২৩ শুক্রবার, ১১:০৪ এএম
আন্তর্জাতিক ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
এতদিন টাটা পাঞ্চ গাড়ি পাওয়া যেত পেট্রোল ইঞ্জিনে। এবার এই গাড়ি এলো সিএনজি ভার্সনে। ভারতে গাড়িটি বিক্রির জন্য বুকিং নিচ্ছে টাটা মোটরস।
টাটা পাঞ্চের সিএনজি ভার্সনের গাড়িটিতে দেওয়া হয়েছে ছয়টি এয়ারব্যাগ। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে উক্ত বৈশিষ্ট্য অফার করতে পারে অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি। এছাড়া এই গাড়িতে রয়েছে ৭ ইঞ্চির টাচস্ক্রিন, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, প্রোজেক্টর হেডল্যাম্প ইত্যাদি। গাড়িতে ইলেকট্রিক সানরুফ থাকবে বলেও শোনা যাচ্ছে তবে তা লঞ্চ হওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।
পেট্রোল মডেল হিসাবে গাড়িটি রেকর্ড বেশ ভালো। অনেকেই কিনেছেন। ভারতে কয়েক লাখ ইউনিট বিক্রি হয়েছে। এছাড়াও গাড়িটি গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্ট অনুযায়ী ৫ স্টার সেফটি রেটিং প্রাপ্ত। অর্থাৎ পারফরম্যান্সের সঙ্গে পর্যাপ্ত সুরক্ষা।
গাড়িতে ইঞ্জিন রয়েছে ১.২ লিটার পেট্রল ইঞ্জিন সঙ্গে ৫ স্পিড ট্রান্সমিশন। সিএনজি মোডে গাড়িটির সর্বোচ্চ শক্তি ৭৬ হর্সপাওয়ার এবং ৯৭ নিউটন মিটার টর্ক। গাড়িতে থাকবে টুইন সিলিন্ডার সিএনজি কিট। বুট স্পেসের নিচে দুইটি ৩০ লিটারের ট্যাংক রাখা থাকবে। যা বোঝায় গাড়ির বুট স্পেসের সঙ্গে কোনও আপস করা হয়নি।
ভারতীয় বাজারে টাটা পাঞ্চ পেট্রোল মডেলের দাম শুরু ৬ লাখ রুপি থেকে। সিএনজি মডেলেরও সম্ভাব্য দাম ৭ লাখ রুপি। যদিও তার কম বেশিও হতে পারে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।