facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শনিবার, ২০২৫

Walton

৭৪ কোটি টাকার শেয়ার কিনলেন এসিআইয়ের এমডি, আস্থা বাড়ছে


১৮ এপ্রিল ২০২৫ শুক্রবার, ০৭:৪৪  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


৭৪ কোটি টাকার শেয়ার কিনলেন এসিআইয়ের এমডি, আস্থা বাড়ছে

 

শেয়ারবাজারে আস্থা রাখার বার্তা দিয়ে এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ দৌলা চার মাসে ৭৪ কোটি টাকার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার তিনি আরও ১৪ লাখ শেয়ার কেনার পরিকল্পনার কথা জানিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেওয়া তথ্যমতে, আগামী ৩০ এপ্রিলের মধ্যে এসব শেয়ার কেনা সম্পন্ন করবেন তিনি।

বর্তমানে এসিআই লিমিটেডের প্রতিটি শেয়ারের দাম ১৯৪ টাকা ৬০ পয়সা। এই হিসাবে ১৪ লাখ শেয়ার কিনতে প্রায় ২৭ কোটি ২৪ লাখ টাকা বিনিয়োগ করতে হবে আরিফ দৌলাকে। তবে শেয়ারের দাম ওঠানামার ওপর বিনিয়োগের পরিমাণ সামান্য পরিবর্তিত হতে পারে।

চলতি বছরের শুরু থেকেই একাধিক দফায় নিজের কোম্পানির শেয়ার কিনছেন আরিফ দৌলা। জানুয়ারিতে প্রথম ধাপে ৬ লাখ শেয়ার কেনেন তিনি, যার জন্য ব্যয় করেন ৯ কোটি ২১ লাখ টাকা। এরপর ফেব্রুয়ারিতে আরও ২৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দেন, এতে তাঁর খরচ হয় প্রায় ৩৭ কোটি টাকা। সর্বশেষ ঘোষিত ১৪ লাখ শেয়ারসহ, এই চার মাসে তিনি মোট ৪৫ লাখ শেয়ার কেনার উদ্যোগ নিয়েছেন।

এসিআইয়ের শেয়ারদর দুই বছরের ব্যবধানে ২৬০ টাকা থেকে নেমে ১৯৫ টাকায় আসার পরই উদ্যোক্তাদের এ ধরনের শেয়ার কেনার উদ্যোগ সামনে আসে। কোম্পানি-সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাজারে আস্থা ফিরিয়ে আনতে উদ্যোক্তারা নিজেদের কোম্পানির শেয়ার কিনছেন। এ ধারাবাহিকতায় জানুয়ারিতে চেয়ারম্যান আনিস উদ দৌলা ১৬ লাখ এবং পরিচালক সুস্মিতা আনিস ১৫ লাখ ১৫ হাজার শেয়ার কেনেন। এতে তাঁদের মোট বিনিয়োগ দাঁড়ায় প্রায় ৪৭ কোটি টাকা।

ফলে চলতি বছরের প্রথম চার মাসেই এসিআইয়ের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক মিলে ১২১ কোটি টাকার বেশি শেয়ার কিনেছেন। শেয়ারবাজার-সংশ্লিষ্টরা বলছেন, উদ্যোক্তাদের এ ধরনের বিনিয়োগ সাধারণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখে। এসিআইয়ের ক্ষেত্রেও তার প্রভাব স্পষ্ট—চেয়ারম্যান ও পরিচালকদের শেয়ার কেনার ঘোষণার পর কোম্পানির শেয়ারের দাম দেড় শ’ টাকা থেকে বেড়ে ২০০ টাকার কাছাকাছি পৌঁছেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: