facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১১ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

৮ জিবি র‍্যামে স্যামসাংয়ের এস ৮ প্লাস!


২৭ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার, ০৮:০১  পিএম

শেয়ার বিজনেস24.কম


৮ জিবি র‍্যামে স্যামসাংয়ের এস ৮ প্লাস!

৮ জিবি র‍্যাম দিয়ে নতুন স্মার্টফোন আনছে স্যামসাং—এমন গুঞ্জন ছড়িয়েছে।৮ জিবি র‍্যাম দিয়ে আগামী বছরের এপ্রিলে নতুন স্মার্টফোন আনছে স্যামসাং—এমন গুঞ্জন ছড়িয়েছে প্রযুক্তি বিশ্বে। এই স্মার্টফোন হবে ৬ ইঞ্চি মাপের। এটি গ্যালাক্সি এস ৮ প্লাস নামে বাজারে ছাড়তে পারে প্রতিষ্ঠানটি। এর আগেও এই এস ৮ স্মার্টফোন ঘিরে এমন গুঞ্জন উঠেছিল। তখন বলা হচ্ছিল, এস ৮ স্মার্টফোনে ৬ জিবি র‍্যাম থাকবে। র‍্যাম বেশি হলে স্মার্টফোনের গতি বেশি হয়। র‍্যানডম অ্যাক্সেস মেমোরি, সংক্ষেপে র‍্যাম হলো একধরনের কম্পিউটারের উপাত্ত (ডেটা) সংরক্ষণের মাধ্যম।

স্যামসাং ফোনসংক্রান্ত তথ্য ফাঁসকারী আইস ইউনিভার্স নামের এক অ্যাকাউন্ট থেকে নতুন ফোনের তথ্য জানানো হয়। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে মাই স্মার্ট প্রাইস। এতে বলা হয়, ৮ জিবি র‍্যাম ছাড়াও নতুন ফোনে ইউএফএস ২ দশমিক ১ ফ্ল্যাশ স্টোরেজ থাকবে। সুপার অ্যামোলেড ডিসপ্লেও থাকবে।

এস ৮ প্লাসের পাশাপাশি শুধু এস ৮ নামে আরেকটি সংস্করণ আনবে স্যামসাং যার ডিসপ্লে হবে পাঁচ ইঞ্চি মাপের।

নতুন স্মার্টফোন নিয়ে আনুষ্ঠানিকভাবে স্যামসাং অবশ্য কোনো তথ্য প্রকাশ করেনি। নতুন স্মার্টফোনের গুঞ্জন নতুন বছরে কতটা মিলে যায়, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আগ্রহী ব্যক্তিদের। তথ্যসূত্র: এনডিটিভি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ