facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ মার্চ বুধবার, ২০২৫

Walton

৮ দিনে রেকর্ড রেমিট্যান্স প্রবাহ:এলো ৯ হাজার ৯৩৩ কোটি টাকা


১০ মার্চ ২০২৫ সোমবার, ০২:০০  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


৮ দিনে রেকর্ড রেমিট্যান্স প্রবাহ:এলো ৯ হাজার ৯৩৩ কোটি টাকা

চলতি মার্চ মাসের প্রথম ৮ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৮১ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) ৯ হাজার ৯৩৩ কোটি ৪৬ লাখ টাকা। অর্থাৎ, প্রতিদিন গড়ে ১০ কোটি ১৮ লাখ ডলার করে রেমিট্যান্স এসেছে।

সোমবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, চলতি মার্চে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ফেব্রুয়ারি ও জানুয়ারির তুলনায় বৃদ্ধি পেয়েছে। গত ফেব্রুয়ারির প্রথম ৮ দিনে এসেছিল ৬৭ কোটি ১০ লাখ ডলার, আর জানুয়ারিতে এসেছিল ৫৩ কোটি ৫২ লাখ ডলার।

ব্যাংকভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫১ কোটি ২৯ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ লাখ ৪০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২ থেকে ৮ মার্চের মধ্যে দেশে এসেছে ৭৮ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স, আর শুধুমাত্র ১ মার্চেই এসেছে ৩ কোটি ৮০ হাজার ডলার।

উল্লেখ্য, সদ্য বিদায়ী ২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছে মোট ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ