facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১১ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

৮ স্মার্টফোন চমক ফেব্রুয়ারিতে


০২ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার, ১১:২৭  এএম

ডেস্ক রিপোর্ট


৮ স্মার্টফোন চমক ফেব্রুয়ারিতে

মোবাইল দুনিয়ার সবচেয়ে বড় বার্ষিক অনুষ্ঠান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস স্পেনের বার্সেলোনায় শুরু হতে যাচ্ছে। ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের ওই অনুষ্ঠানে এ বছর বড় বড় স্মার্টফোন নির্মাতারা চমক নিয়ে হাজির হবে।

এ বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আলোচনায় থাকতে পারে এমন কয়েকটি স্মার্টফোন সম্পর্কে জেনে নিন:

এ বছরই গ্যালাক্সি সিরিজে নতুন স্মার্টফোন এস ৯ ও এস ৯ প্লাস আনার বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। ২৫ ফেব্রুয়ারি এ দুটি স্মার্টফোন উন্মুক্ত করার জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছে। এস ৯ স্মার্টফোনটিতে থাকতে পারে ৫ দশমিক ৭ ইঞ্চি মাপের ডিসপ্লে আর এস ৯ প্লাসে থাকতে পারে ৬ দশমিক ২ ইঞ্চি মাপের ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর ব্যবহৃত হবে এতে।

গত মাসে লাস ভেগাসে অনুষ্ঠেয় সিইএস মেলায় চীনা স্মার্টফোন নির্মাতা ভিভো বিশ্বের প্রথম ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি দেখিয়েছিল। এর মধ্যে চীনের বাজারে ওই স্মার্টফোন উন্মুক্ত করলেও মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এটি নতুন করে দেখাতে পারে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি মেইনবোর্ড ও ওএলইডির মধ্যে বসানো হয়। স্মার্টফোনটি ৬ দশমিক ৩ ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস ডিসপ্লেযুক্ত। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর রয়েছে।


এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আলো কাড়তে পারে ভিভোর নতুন স্মার্টফোন এক্সপ্লে ৭। এ স্মার্টফোনটিতে ১০ জিবি র‍্যাম ব্যবহৃত হয়েছে, যা বিশ্বে প্রথম। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরচালিত ফোনটিতে ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি থাকবে।


তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা আসুস ২৭ ফেব্রুয়ারি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এক অনুষ্ঠানের আয়োজন করেছেন। ওই অনুষ্ঠানে যেভাবে আমন্ত্রণপত্র পাঠিয়েছে তাতে ধারণা করা যায় নতুন স্মার্টফোন আসছে। নতুন স্মার্টফোন হতে পারে জেনফোন ৫ সিরিজের। কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের স্মার্টফোনটিতে থাকবে আধুনিক নানা ফিচার।

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস উপলক্ষে সনি তাদের নতুন স্মার্টফোনের ঘোষণা দেবে। নতুন স্মার্টফোনটি হতে পারে এক্সপেরিয়া এক্সজেড প্রো। ওএলইডি ডিসপ্লের ফোনটি অ্যাপলের আইফোন টেন বা গুগলের পিক্সেল ২ এক্সএলের মতো হতে পারে। বিশেষ এ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ছাড়াও নতুন বছরের আরও কিছু স্মার্টফোনের ঘোষণা আসতে পারে সনির কাছ থেকে।

চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এমআই ৭ স্মার্টফোন আনবে এমন গুঞ্জন রয়েছে। অবশ্য এর পাশাপাশি তাদের জনপ্রিয় এমআই মিক্স ২ স্মার্টফোনটির পরবর্তী সংস্করণ এমআই মিক্স টু এসের ঘোষণা দিতে পারে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর থাকবে।

এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মটোরোলা তাদের জি সিরিজে নতুন স্মার্টফোন মটো জি৬ প্লে উন্মুক্ত করতে পারে। প্রায় বেজেলহীন স্মার্টফোনটি ঘিরে প্রযুক্তি বিশ্বে নানা গুঞ্জন রয়েছে।


ফিনল্যান্ডের নকিয়া ব্র্যান্ডের মোবাইল ফোন নির্মাতা এএইচএমডি গ্লোবাল ২০১৮ সালের নতুন স্মার্টফোন উন্মুক্ত করবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে। এবারের আয়োজনে ফ্ল্যাগশিপ ফোন হিসেবে নকিয়া ৯ এর ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ