facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪

Walton

৮০ রানে ঐতিহাসিক জয়, বাংলাদেশে ধবলধোলাইয়ের উল্লাস!


২০ ডিসেম্বর ২০২৪ শুক্রবার, ১১:৪০  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


৮০ রানে ঐতিহাসিক জয়, বাংলাদেশে ধবলধোলাইয়ের উল্লাস!

 

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ল বাংলাদেশ! প্রথমবারের মতো তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল লিটন দাসের নেতৃত্বাধীন দল। আর এই ঐতিহাসিক জয় এসেছে ৮০ রানের বিশাল ব্যবধানে।

১৬.৪ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট ক্যারিবীয়রা।

জাকেরের ব্যাটে আগুন

জয়ের ভিত্তি গড়ে দেন জাকের আলী। ৪১ বলে ৬ ছক্কা ও ৩ চারে অপরাজিত ৭২ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান আসে পারভেজের ব্যাট থেকে। শেষদিকে তানজিমও ১৭ রানের কার্যকরী ইনিংস খেলেন।

রিশাদ-মেহেদীদের বোলিং তাণ্ডব

বাংলাদেশের বোলাররা শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংকে গুঁড়িয়ে দেন।

  • রিশাদ হোসেন: ৩/২১
  • মেহেদী হাসান: ২/১৩
  • তাসকিন আহমেদ: ২/৩০

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন শেফার্ড। কিন্তু তা দলকে বড় হারের হাত থেকে রক্ষা করতে পারেনি।

সংক্ষিপ্ত স্কোর

  • বাংলাদেশ: ২০ ওভারে ১৮৯/৭ (জাকের ৭২*, পারভেজ ৩৯, মিরাজ ২৯; শেফার্ড ২/৩০)
  • ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৪ ওভারে ১০৯ (শেফার্ড ৩৩; রিশাদ ৩/২১, মেহেদী ২/১৩, তাসকিন ২/৩০)

ফল: বাংলাদেশ ৮০ রানে জয়ী।
ম্যাচসেরা: জাকের আলী
সিরিজসেরা: মেহেদী হাসান

বাংলাদেশের অর্জন

  • প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে ধবলধোলাই।
  • ২০১২ সালের পর বিদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের স্বাদ।
  • চতুর্থ দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই।

সিরিজের স্মরণীয় মুহূর্ত:
জাকের আলীর আগ্রাসী ইনিংস, রিশাদ-মেহেদীদের জাদুকরী বোলিং এবং শেষদিকে ক্যারিবীয়দের আত্মসমর্পণ—সব মিলিয়ে এক ঐতিহাসিক ম্যাচ দেখল ক্রিকেটপ্রেমীরা।

গ্যালারিতে আনন্দে মেতে উঠলেন সমর্থকরা, মাঠে ছিল লিটন-তাসকিনদের উদযাপন। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি নিঃসন্দেহে এক গর্বের দিন।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ