facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৮ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

৯ ইঞ্চি লম্বা আফ্রো চুলে মার্কিন নারীর আবার গিনেস রেকর্ড


০৭ এপ্রিল ২০২৩ শুক্রবার, ১২:৪৩  পিএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


৯ ইঞ্চি লম্বা আফ্রো চুলে মার্কিন নারীর আবার গিনেস রেকর্ড

নিজের মাথার চুল দিয়ে রেকর্ড ভাঙার রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রের এভিন দুগাস নামের ৪৭ বছর বয়সী এক নারী। এখন পর্যন্ত জন্মানো সবচেয়ে বড় আফ্রো (কোঁকড়া ও ঝোপ আকৃতির) চুলের অধিকারী এভিন নিজের করা প্রথমবারের গিনেস রেকর্ড ভেঙে দ্বিতীয়বারের মতো রেকর্ড গড়েছেন।

লুইজিয়ানার বাসিন্দা এভিনের মাথার চুল ৯ দশমিক ৮৪ ইঞ্চি লম্বা, ১০ দশমিক ৪ ইঞ্চি চওড়া ও ৫ দশমিক ৪১ ফুট ব্যাস। গিনেস রেকর্ড বুকের তথ্য অনুযায়ী, এভিন ২০১০ সালে আফ্রো চুলের জন্য প্রথমবারের মতো রেকর্ড করেছিলেন। সে সময় তার আফ্রোর পরিধি ছিল ৪ ফুট ৪ ইঞ্চি (১৩২ সেন্টিমিটার)। এবার তিনি নিজের রেকর্ড ভেঙে দ্বিতীয়বারের মতো রেকর্ড করলেন।

এভিনের মাথার এই কোঁকড়া ও ঝাঁকড়া চুল প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে। মাথায় পুরো আফ্রোটি হতে সময় লেগেছে ২৪ বছর। তিনি বলেন, ‘চুল প্রাকৃতিকভাবে বেড়ে উঠুক যতটা চেয়েছিলাম, সেভাবে আফ্রো করার চিন্তা করিনি। কারণ, আমি স্থায়ীভাবে চুল সোজা করার জন্য বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করে ক্লান্ত হয়ে পড়েছিলাম। ওই সব রাসায়নিক ক্যানসারের জন্য দায়ী, এ নিয়ে একটি বড় মামলাও চলছে। তাই আমি আনন্দিত যে সেসব অনেক বছর আগেই ছেড়ে এসেছি।’

এভিন দুগাস আরো বলেন, ‘আমি হট অয়েল ট্রিটমেন্ট নিতে শুরু করি...বা শ্যাম্পু, কন্ডিশন ও স্টাইল করার আগে বাটার দিয়ে চুল তৈলাক্ত করে নিই। প্রতি সাত দিনেই এটা করা হয়। এ ছাড়া চুলের ডগায় এসব করার সময় সতর্ক থাকি। কারণ, ডগাগুলো সবচেয়ে সূক্ষ্ম ও পুরোনো অংশ। আমি এমনভাবে স্টাইল করার চেষ্টা করেছি যাতে চুলের ডগা ঢেকে থাকে। এতে কাজ হয়েছে।’

এভিন বিভিন্ন স্টাইলে তার আফ্রো সাজিয়ে রাখেন। তিনি বলেন, আমার আফ্রো সম্পর্কে মানুষের নানা প্রতিক্রিয়া রয়েছে। কেউ প্রশংসা করেন, কেউ শুধু তাকিয়ে থাকেন, কেউ উঠে এসে প্রশ্ন করেন আবার কেউ কেউ উঠে এসে চুলে একটু টান দেযন। তাদের আমি সামাল দেওয়া শিখে গেছি।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: