২৯ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার, ১০:০৪ এএম
আন্তর্জাতিক ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
রাশিয়াবিরোধী প্রচার-প্রচারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আমেরিকার ৯২ জন সাংবাদিক, আইনজীবী এবং ব্যবসায়ীকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। গতকাল বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানায়, আওতায় পড়া সেই ৯২ জনের নামের তালিকা প্রকাশ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের অন্তত ২৪ জন সাংবাদিক রয়েছেন এই তালিকায়। তাদের মধ্যে ১৪ জন ওয়ালস্ট্রিট জার্নালে, পাঁচ জন নিউইয়র্ক টাইমসে এবং চার জন ওয়াশিংটন পোস্টে কর্মরত আছেন।
এক বিবৃতিতে রুশ সরকার জানায়, তথাকথিত স্বাধীনতা, মুক্তবিশ্বের নামে যারা রাশিয়া এবং রাশিয়ার জনগণের বিরুদ্ধে গুজব-প্রপাগান্ডা ছড়ায়, তাদের রুশ ভূখণ্ডে প্রবেশের প্রয়োজন নেই।
রাশিয়ায় প্রবেশের মার্কিনিদের ওপর এমন নিষেধাজ্ঞা এটি প্রথম নয়। গত বছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ৫০০ মার্কিনির ওপর রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ওয়ালস্ট্রিট জার্নালের এক মুখপাত্র জানান, বর্তমানে তাদের কোনো প্রতিনিধি রাশিয়ায় নেই।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।