১৫ নভেম্বর ২০২৪ শুক্রবার, ০৪:১৯ পিএম
ফজলে রাব্বি, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
শেয়ার বিজনেস24.কম
ধান সেদ্ধ করতে গিয়ে বয়লার বিস্ফোরণের ঘটনায় মো.আল আমিন মাঝি (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ফিরোজ নামের আরও এক শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৫নভেম্বর) ভোরে চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত মো.আল আমিন মাঝি ওই ওয়ার্ডের মাঝি বাড়ির মো. আব্দুল জলিল মাঝির ছেলে। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, সকালে আল আমিনের নেতৃত্বে তার ভাই ফিরোজ মাঝিসহ কয়েকজন মেশিনে ধান সেদ্ধ করার কাজ করছিলেন। ওই সময় হঠাৎ বয়লার মেশিন বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে আল আমিনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ফিরোজকে উদ্ধার করে প্রথমে চরফ্যাশন ও পরবর্তীতে বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠানো হয়।
চরফ্যাশন থানার এসআই মো. ইয়াসিন সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌছেছেন। বিষয়টি তদন্ত করছেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।